প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ৮:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ
হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, মাছধরা ট্রলারের বেশীরভাগই সাগরে রয়েছে। কিছু ট্রলার মহিপুর শিব্বারিয়া নদীতে আশ্রয় নিয়েছে। বাকীদের ফোন করে কিনারায় আসতে বলা হচ্ছে। অনেককে ফোনেও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।