প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৪:৩৬:২৪ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ রাশেদ-কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় র্যাব’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী এনার্জি ড্রিংক পানীয় ক্যান ও সিগারেট উদ্ধার সহ দুই পাচারকারীকে আটক করেছে।৫ মার্চ দিবাগত রাতে উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ের পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-১৫’র একটি অভিযানিক দল।গোপন সংবাদের সুত্রে একটি গুদামে ঘরে অভিযান পরিচালনা কালে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে দু’জনকে আটক করা হয়।
ধৃতদের স্বীকারোক্তিমতে উক্ত গোদামঘর থেকে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ হয়। ধৃতরা হলো,মাহমুদুল্লাহ ওরপে ইসমাইল (২৬)।সে কুতুপালং ক্যাম্প-৭’র ব্লক-ই-১’র মৃত নুরুল আমিনের ছেলে, অপরজন উখিয়ার হলদিয়া পালং ইউপি’র পশ্চিম মরিচ্যার সেতুনীরটেক বটতলীর মৃত হাছু মিয়ার ছেলে মোস্তাক আহমদ(৩২)।ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান,র্যাব-১৫’র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।