কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মুলাডুলিতে রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত মিজান মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিহত মিজান রেললাইন পাশে তার মামার মুরগির খামার থেকে রেললাইন দিয়ে হেটে নিজ বাড়িতে আসতে ছিল। এসময় তার দুই কানে হেডফোন লাগানো ছিল। সেই সময় ওই লাইনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায় মুলাডুলি রেলগেট কিপার কামরুল ইসলাম জানান, কানে মোবাইলের হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ বাড়িতে নিয়ে যান।
নিহত মিজানুর রহমান মিজানের বন্ধু হাবিব জানান, মিজান রাজশাহী থেকে সম্প্রতি কোরআনের হেফজ শেষ করেছে। তার ইতালি যাওয়ার প্রস্তুতি চলছিল। মিজান অনেক শান্ত প্রকৃতির ছেলে ছিল। এভাবে সে চলে যাবে আমরা ভাবতেও পারিনি।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মুলাডুলি স্থানটি আমাদের সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন। যার কারণে ঘটনাটি আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা সিরাজগঞ্জ রেল থানাকে অবহিত করবো।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.