প্রতিনিধি ৩ মে ২০২১ , ১১:৪৬:০১ প্রিন্ট সংস্করণ
এম,এ কাইয়ুম-মাইজভান্ডারিঃ
কেন্দ্রীয় বি.এন.পি সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বি.এন.পি সাধারন সম্পাদক কামরুজ্জামান রতন এর ব্যাক্তিগত অর্থায়নে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরন করা হয়।
বিতরন করা উপহার সামগ্রির প্রতিটি ব্যাগে রয়েছে (চাল ৫ কে.জি, পিয়াজ ১কে.জি, মুসুর ডাল ১কে.জি, আলু ১কে.জি, সয়াবিন তেল ১লি.) নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি।এই বিষয়ে মুঠোফোনে কামরুজ্জামান রতন বলেন আমার এই প্রচেষ্টা প্রয়াস ক্ষুদ্র।চলমান করোনা কালে ও আসন্ন ঈদুল ফিতরে এলাকাবাসীর মাঝে সামান্য উপহার দেয়ার চেষ্টা করেছি মাত্র।
উপহার সামগ্রি বিতরনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান শিকদার, সহ শিল্প বিষয়ক সম্পাদক জেলা যুবদল তোফাজ্জল হোসেন সরকার,সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল শাহাদাৎ হোসেন পান্নু, ভবেরচর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রেজাউল করিম সরকার তারেক ও প্রমূখ সহ ছাত্রদল যুবদল ও বি.এন.পি স্থানীয় নেত্রীবৃন্দ।