• রাজশাহী বিভাগ

    ঈদে মিলাদুন নবী (সাঃ) উদযাপন প্রম্তুত্তি মিটিং ২০২২

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ১২:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ

    আসাদুজ্জামান বিকাশ:

    পাবনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে পপি পুরাতন লাইব্রেরি কাশীনাথপুর কলেজ রোডে ঈদে মিলাদুন নবী (সাঃ) অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বৃহত্তর কাশীনাথপুর আহালে সুন্নাত ওয়াল জামাত আলোচনা করা হয়। সাঁথিয়া, বেড়া, আমিনপুর ও সুজানগর ৪ থানা ব্যাপি মুসল্লীর উপস্থিত প্রস্তুত্তি মিটিং ২০২২ অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয় রেলি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

    প্রস্তুত্তি মিটিংয়ে আলোচনায় ছিলেন মোঃ ইসমাইল হোসেন কিরন সভাপতি, মোঃ আব্দুস সোবহান সাধারণ সম্পাদক, মোঃ জাহিদুল ইসলাম মামুন, মওলানা রবিউল ইসলাম, কামরুজ্জামান টিপু সাধারণ সম্পাদক কাশীনাথপুর প্রেসক্লাব,মোঃ বাদশা,মোঃ মজনু, মোঃবাবুল সেখ, মোঃ আব্দুল লতিফ, মোঃ খালিদ মাহমুদ, আসাদুজ্জামান বিকাশ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ