প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৪:০৬:৩৮ প্রিন্ট সংস্করণ
শাহনেওয়াজ শাহ্ব্রা-হ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দৌলতবাড়ি দরবার শরিফ এর ব্যবস্থাপনায় উপজেলার চম্পকনগর মোড় থেকে র্যালী শুরু হয়ে বিজয়নগর মির্জাপুর মোড়ে এসে শেষ হয়। ৯ অক্টোবর রবিবার সকাল ৯ ঘটিকার আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে এই মিছিলে হাজার হাজার আশেকে রাসুল কলেমা তাইয়েবাখচিত পতাকা নিয়ে অংশ নেন।
উক্ত জুশনে জুলুসের র্যালী শেষে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতবাড়ি দরবার শরিফের পীর সাহেব, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আলহাজ্ব শাহ্ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আহলে সুন্নত ওয়াল জামাত, বিজয়নগর উপজেলা শাখার যুব কমিটির সভাপতি মোঃ দুলাল আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।
আহলে সুন্নত ওয়াল জামাত এর বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হাজারী পলাশ এর সঞ্চালনায় বক্তব্য আরো রাখেন, বিজয়নগর উপজেলা মডেল মসজিদ এর খতিব মাওলানা মিজবাহ উদ্দীন, রুপা দরবার শরিফের প্রধান সেবক কবি ম প স তাবরীজ সরকার, দৌলতবাড়ি দরবার শরিফ কমিটির মহাসচিব সৈয়দ মাইন উদ্দিন আহমেদ জুম্মান, দৌলতবাড়ি দরবার শরিফের সাহেবজাদা আল্লামা সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ,
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, চম্পকনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান হামদু, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, বিশিষ্ট সর্দার আবুল ফজল সর্দার,, দৌলতবাড়ি চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রায়হান উদ্দিন মোল্লা, আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার সুরা কমিটির সদস্য মোঃ শাহজাহান মেম্বার, সহ-সভাপতি সফিকুল ইসলাম রেদু সরকার, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান নাঈমী প্রমুখ।
র্যালী ও আলোচনা সভার সার্বিক তত্বাবধানে ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাত এর অর্থ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা ছাত্র শাখার সভাপতি মহি উদ্দিন রুবেল, সেরে দৌলত জাকির হোসেন জাক্কু, আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মীর রিয়াজুল হাসান শাহীনসহ আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখা ও দৌলতবাড়ি দরবার শরিফের ভক্তবৃন্দ।আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়ার পরে উপস্থিত সবার জন্য তাবারক বিতরণ করা হয়।