প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ২:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ
কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। এই উপজেলার অন্যতম পশুরহাট মাতাজী ও মহাদেবপুর সদর। মাতাজী হাট এর ইতিহাস অনেক পুরনো। ঈদুল আজহাকে সামনে রেখে মহাদেবপুরে প্রায় ৪৩ হাজার পশু প্রস্তুত করেছেন খামারিরা। এই উপজেলায় ১৪৪ টি খামারি এইসব পশু লালন-পালন করেছেন।
মহাদেবপুর উপজেলায় ১৪৪টি খামারে ৮ হাজার ৯৩৯ টি ষাড়,৪১৫ টি বলদ,২ হাজার ৯৬৫ টি গাভি,২৪ হাজার ৬৮৯ টি ছাগল ও ৩ হাজার ৬২১ টি ভেরাসহ কোরবানির জন্য প্রস্তত ৪২ হাজার ৫৮৯ টি পশু। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহিরউদ্দিন জানান, এই উপজেলায় প্রয়োজনের অতিরিক্ত কুরবানীর পশু রয়েছে।এই কারণে বাইরে থেকে কুরবানীর পশু আমদানির প্রয়োজন নেই।