প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৫:১৫:৩৭ প্রিন্ট সংস্করণ
আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ
ইসলামী যুব আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল ২৬ মার্চ শনিবার, কুষ্টিয়া বড় বাজারের রাজারহাটে “আলো কমিউনিটি সেন্টারে”মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি:হাঃমাওঃতাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক: মাওঃ নাজমুল হাসান এর সঞ্চালনায় জেলার আওতাধীন তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয়
যুগ্ন মহাসচিব:ইন্জিনিয়ার আশরাফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় উপ-সম্পাদক:মাওঃগাজী মুহাম্মাদ উসমান গনি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মাদ আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। নাগরিক ও মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে। মানুষের নাগরিক অধিকার আজ ভুলুণ্ঠিত। নাগরিকের স্বাধীন মতামত ব্যক্ত করার ইচ্ছা থাকলেও রাষ্ট্রযন্ত্র নামক শক্তিটি তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দিচ্ছে না। এ সকল অন্যায়—অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে শ্লোগান তুলতে পারে একমাত্র যুব সমাজ।
আর এই যুব সমাজকে সঠিক পথের দিশা
দেওয়ার জন্যই ইসলামী যুব আন্দোলন কাজ করে চলছে। যুবকরাই পারে এই সকল অত্যাচারিত ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি জাতিকে সামনে আলোর পথের সন্ধান দিতে।
এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ,ইসলাম দেশ মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল ইসলামী শিক্ষা সংকুচিত করার প্রতিবাদে আগামী ৩১ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন এর জন্য আহ্বান জানানো হয়।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, এদেশের ৫ কোটি যুবক রয়েছে, তাদের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে ইসলামী যুব আন্দোলন। স্বাধীনতার ৫১তম বছরে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব করতে হচ্ছে কি পেয়েছি কি পাইনি।
পাকিস্তান আমলে আমাদের দেশ হতে কৃষিপণ্য পশ্চিম পাকিস্তানে গিয়ে আবার সেগুলো সিলগালা হয়ে আমাদের দেশে ফিরে আসলে সেই পণ্যগুলি দ্বিগুণ দামে ক্রয় করা লাগতো, আজও একই পদ্ধতিতে আমাদের কৃষি পণ্য ভারতে যায় যখন আমাদের খাদ্য শস্য ফুরিয়ে যায় দ্বিগুণ দাম দিয়ে আবার সেই পণ্য ভারত থেকে রপ্তানি করি। তাহলে আমরা স্বাধীনতার সুফল পেলাম কি? ভৌগোলিকভাবে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও প্রকৃতপক্ষে স্বাধীনতা পাইনি।
বাংলাদেশে শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান। অথচ সরকার এদেশে মদ্যপান বৈধতা দিয়ে আইন পাশ করতে যাচ্ছে; যা যুব সমাজ কখনও মেনে নিতে পারে না। ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃত্বে সরকারের পাসকৃত এ অবৈধ আইনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সম্মেলন শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রেলি বের হবার কথা থাকলেও পুলিশী বাধার মুখে পন্ড হয়ে যায়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সহ-সভাপতি: আলহাজ্ব রাহাত আলী বিশ্বাস, সেক্রেটারি: আলহাজ্ব শেখ এনামুল হক,সহ-দপ্তর সম্পাদক: মুফতী আহমাদুল্লাহ হাবিবী, সহ-সাংগঠনিক সম্পাদক: মুফতী মুজাম্মিলুল হক, সহ-প্রশিক্ষন; মুফতি জাফর আহমদ উসমানী, ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলার সভাপতি: মোঃ মিজানুর রহমান। ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ। অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলনের থানা ও ইউনিয়ন এর তৃণমূল দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।