প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ১১:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ
আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
আজ (৯ এপ্রিল২৩) ১৭ রমজান ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যেগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে চাতরী চৌমহনীস্থ দাওয়াত রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুজাহিদ সগির চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কবি নুর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত লেকচারার আল্লামা শোয়াইব রশিদ মাক্কী।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা থানা শাখা পশ্চিম এর সভাপতি মাওলানা আরিফ উদ্দীন,আনোয়ারা পূর্বের সহসভাপতি মাওলানা এবিএম অলি উল্লাহ,বাঁশখালী উপজেলা সহসভাপতি মাওলানা জসিম উদ্দীন মিসবাহ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোবারক হোসাইন আসিফ,ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ আব্বাস উদ্দীস,দৈনিক পূর্বকোণ আনোয়ারা থানা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ খালেদ মনসুর,চাতরীর মেম্বার জনাব মুহাম্মদ লোকমান হোসেন।
প্রধান বক্তার বক্তব্যে আল্লামা শোয়াইব মাক্কাী বলেন,বদর এর শিক্ষা নিয়ে আমাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।আমরা যদি সত্যের পথে থাকি তাহলে বদর যুদ্ধের মত আমরা সংখ্যায় কম হলেও বিজয়ী হবো ইনশাআল্লাহ । তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে আমরা চোখের হেফাজত করতে অক্ষম হচ্ছি।মোবাইলের মাধ্যমে অনেকেই শয়তানের ধোঁকায় পড়ছে।আমরা শয়তানকে মুসলমান বানিয়ে ফেলবো।রাসূল (সা) এর সাথে যে শয়তান ছিল তা মুসলমান হয়ে গেছে।আমরাও মোবাইল নামক শয়তানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াত পৌঁছে দেব।আমাদের হিম্মত থাকলে এবং সত্যের পথে থাকলে আমরাই বিজয়ী হবো।
সভাপতির বক্তব্যে মুজাহিদ সগির আহমদ চোধুরী বলেন,নতুন প্রজন্মকে সেক্যুলাররা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।বদর যুদ্ধকে নতুন প্রজন্মের মাঝে বিতর্কিতভাবে উপস্থাপন করছে।যার ফলে নতুন প্রজন্ম বদরের সঠিক ইতিহাস জানে না।আমরা বদরের চেতনা ধারণ করে দেশ থেকে সকল প্রকার অনাচার ও জুলুম নির্যাতন দূর করার চেষ্টা করছি।ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।আমরা একলা চলো নীতি অবলম্বণ করে, বদরের চেতনা ধারণ করেই বিজয় লাভ করবো ইনশাআল্লাহ।জেলা সেক্রেটারি আলহাজ্ব ররুহুল্লাহ তালুকদার বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়া রুটির সংগঠন নয়।আমরা শুধু রাজনীতি করিনা,আমরা ইবাদতও করি।গাছে ফল থাকলে পথিক ঢিল ছুড়বেই।ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ফুলে ফলে সুশোভিত। সেই কারণে অপপ্রচার,অপবাদ ও সমালোচনার মাত্রা বেড়েছে।কে কি বলছে সেদিকে দেখার সময় আমাদের নেই।এখন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে তৃণমূলে শক্তিশালী করা।আগামী জাতীয় নির্বাচন সুষ্টু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম,কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহেদ মিয়া,দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফুর,কর্ণফুলী থানা সভাপতি মাওলানা আরিফ,ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা এহসান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি মুহাম্মদ আতিকুর রহমান,সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইমুন চৌধুরী প্রমুখ।