প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১২:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিভক্ত ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মুহাম্মাদ আবু সাঈদ সিদ্দিকী রহ.-এর পিতা, চরমোনাই তরিকার প্রবীণ মুজাহিদ আলহাজ্ব আবু বকর সিদ্দিক গতকাল ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার, সন্ধ্যায় ঢাকার হাজারীবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার, বাদ জুমা এম বি ট্যানারিতে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আবু বকর সিদ্দিক-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। আজ ৯ ডিসেম্বর ২০২২ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মরহুম আবু বকর সিদ্দিক চরমোনাই তরিকার সাথে দীর্ঘদিন পর্যন্ত জড়িত থেকে পথভোলা মানুষদের আল্লাহর পথে আহ্বান করেছিলেন। মহান রাব্বুল আলামিন মরহুমের সকল নেককাজকে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর করার তৌফিক দিন, আমীন।
মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান। মরহুমের মাগফিরাত কামনায় পল্টনে দোয়া অনুষ্ঠিত আলহাজ্ব আবু বকর সিদ্দিক-এর মাগফিরাত কামনা করে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।