• Uncategorized

    ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প পুন: অনুমোদন ও শিক্ষকদের বেতন ভাতাদি প্রদানের দাবীতে নওগাঁয় মানব বন্ধন

      প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ১১:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশানের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প পুন: অনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতাদি প্রদানসহ ৬ দফার দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যান সমিতি বাংলাদেশ এর সদস্যরা। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসুচী পালন করে।

    মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আনোয়ার হোসাইন, সাধারন সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, অবিলম্বে ইসলামিক ফাউন্ডেশানের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প পুন: অনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতাদি প্রদানসহ ৬ দফার দাবী জানান। পরে তারা প্রধান মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ