প্রতিনিধি ২১ মে ২০২১ , ১১:৩৯:৫৭ প্রিন্ট সংস্করণ
সিলেট পশ্চিম সদরে ‘আল বারাকাহ সমাজ কল্যাণ সংস্হা’র উদ্যোগে ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বোরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়েছে।আজ শুক্রবার ২১ মে বাদ জুম’আ স্হানীয় উপজেলার পশ্চিম সদরে ‘আল বারাকাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্হা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি মোগলগাঁও ইউনিয়নের লালার গাঁও জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামাকাজী পূর্বপার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সংস্হার সভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেল আহমদ’র পরিচালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী চান মিয়া, হাজী আছ্ন মিয়া, আমির আহমদ মুস্তফা, লামাগাঁও তালুকপাড়া জানে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশিদ।সমাবেশে বক্তারা ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বোরোচিত হামলার ও গণহত্যার প্রতিবাদ করেন এবং সেই সঙ্গে ইসরাইলের সকল পণ্য বয়কট করার ও আহ্বান জানান তারা।
পাশাপাশি আমাদের ঈমানী দায়িত্ব নিয়ে সকল মুসলমান ভাই বোনদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ও আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্হিত ছিলেন সমাজসেবক সিদ্দিকুর রহমান সায়েম, নুর উদ্দিন, আব্দাল হোসাইন, আফজল হোসেন, মোহাম্মদ আলী, খায়রুল হালিম, কামাল আহমদ, এখলাছুর রহমান।আরো উপস্হিত ছিলেন সংস্হার সদস্য জাবেদ ইসলাম, মাওলানা ছালিক আহমদ, জুনেদ আহমদ, হাফিজ জুনেদ আহমদ, কামরুল, আকিল, রায়হান, মিসবাহ, আব্বাস, নাজমুল, রুমেল, বাশির, মুজিব, জুবেরসহ লালার গাঁও, খিত্তার গাঁও, তালুকপাড়া, লামাগাও এর শত শত ধর্মপ্রান মুসলমান, মিডিয়া কর্মী।
দোয়া পরিচালনা করেন লালার গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম জুয়েল।