ইবি প্রতিনিধি:
'বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস ২০২২' এ সকল ইভেন্টে অংশগ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে প্রায় ৪টা পর্যন্ত তারা তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন আটকিয়ে রাখেন। পরে প্রশাসন খেলোয়াড়দের দাবি মেনে নিয়ে আশ্বাস দিলে আন্দোলনকারীরা তালা সরিয়ে নেন। ফলে ২টায় থাকা নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস থেকে বের হতে পারেনি।
ফলে নির্ধারিত সময়ে বাস না চলায় আড়াই হাজারের বেশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, এ টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেট বল, সাতারসহ ১১টি ইভেন্টে খেলার সক্ষমতা থাকলেও কর্তৃপক্ষ বাজেটের স্বল্পতা ও আবাসন সংকট দেখিয়ে ৪টি ইভেন্টে অংশগ্রহণের জন্য দল পাঠাবে বলে সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে সকল ইভেন্টে অংশগ্রহণের দাবিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ক্রীড়া বিভাগে তালা দিয়ে শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেলকে অবরুদ্ধ করেন।
পরে তাকে অবরুদ্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি আলোচনার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন এবং দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন।
প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, তাদের দাবি অনুযায়ী ১১টি ইভেন্টে খেলার অনুমোদন দিয়েছে ভিসি । তবে সেই সিদ্ধান্ত ক্রীড়া বিভাগের পরিচালক খেলোয়াড়দের জানান নি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.