প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২১ , ১১:৪৬:১২ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আসাদ:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল ইসলাম সাত্তারের পক্ষ থেকে মাস্ক বিতরণ করে নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।১৬ এপ্রিল শুক্রবার জানকিপুর দাড়ি পুড়া জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করতে আসা মুসুল্লিদের মাঝে প্রথমে মাস্ক বিতরণ করা হয়। পরে বিভিন্ন স্থানে অটোচালক, রিকশাচালক ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আমিন (সাদ্দাম), সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নিরব, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ, ছাত্রলীগ নেতা সোহেল রানা, সজীব, সুমন বাপ্পি, সালমান শাহ, রহিম,মনির হোসেন, রহিম প্রমুখ। সরকারের বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহবান করে নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার।