আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি কিন্ডার গার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক কারণ এখনো জানা যায়নি বলে ডয়েচ ভেলে জানিয়েছে। জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সাথে আরও আটজন হেলিকপ্টারে ছিলো। ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর তার প্রথম উপ-মন্ত্রী ও সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.