• Uncategorized

    আড়ানী পৌর নির্বাচন: ৬০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৯:০৪:২৫ প্রিন্ট সংস্করণ

    আড়ানী পৌর নির্বাচন: ৬০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

    আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচন। বুধবার মধ্যরাতে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও বোমা বিস্ফোরণে শতাধিক দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বাঘা থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বাদী হয়ে বাঘা থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

    তিনি জানান, বিস্ফোরক আইনে করা মামলাটিতে বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আড়ানীর সাহাপুর এলাকার সাহাবাজ আলীর ছেলে মিলনকে (৩০) আটক করেছে পুলিশ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ