• সারাদেশ

    আহাম্মাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ১২:৫২:০০ প্রিন্ট সংস্করণ

    হাফিজুর রহমান হাফিজ:

    জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আহাম্মাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ। আহাম্মাদপুর ইউনিয়নের অন্তর্গত দ্বাড়িয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আহাম্মাদপুর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি রশিদ প্রামাণিকের সভাপতিত্বে ও আহাম্মাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়ার পরিচালনায় শোক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু।

    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, তাতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ব্যাপারী, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হান আলী শেখ মিলন, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, আমিনপুর থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মামুন সিকদার, আমিনপুর থানা আওয়ামী যুবলীগ নেতা রেজাউল করিম, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, আমিনপুর থানা ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ তারেক।

    এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে পাবনা -২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান উজ্জল কে সমর্থন প্রদান করেন। সেই সাথে পাবনা-২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনা এমপির নিকট আগামী সংসদ নির্বাচনে কামরুজ্জামান উজ্জল কে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ