• Uncategorized

    আশুলিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক ১  

      প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৪:৪০:৫০ প্রিন্ট সংস্করণ

    আশুলিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক ১  

    মোঃ নাসির উদ্দিন আশুলিয়া প্রতিনিধি               আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৩৮) নামের একজনকে আটক করেছে থানার পুলিশ।

    মঙ্গলবার (২৯) সকালে তাকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ী এলাকা থেকে আটক করা হয়।আশুলিয়ার থানার উপপরির্দশক এস আই হারুন অর রশিদ  এ তথ্য জানিয়েছেন ।

    পুলিশ আরও জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নিজ বোনের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরে সেখানে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন ওই এলাকার আব্দুল মান্নান। পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার বোনকে জানালে তার বোন আব্দুল মান্নানকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আজ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ