• Uncategorized

    আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে কবিতা।

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৫:৪৯:৩৯ প্রিন্ট সংস্করণ

    আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে কবিতা।

    বালাই হাওর শান্ত থাকো
    তানহা জনি

    সারাবছরের কান্না গুলো জমিয়ে জমিয়ে রাখি
    একটি দিনের অপেক্ষাতে সদায় ব্যকুল থাকি।

    কান্নাতেও সুখ খুঁজে পাই কেমনে বুঝাই বলো
    কেমন করে বিশাল হাওর নিরব-নিথর হলো?

    যায়না দেখা মনের ব্যথা লুকিয়ে সবাই কাঁদে
    কি হাহাকার শূন্যতায় যে সকলে হৃদয় বাঁধে।

    আহ! কি ব্যথার যন্ত্রণা ও বুক ফাঁটা চিৎকার
    কেউ শোনে না কেউ বুঝে না সেই সে হাহাকার।

    শান্তি পেতাম এই তারিখের রাতটা গভীর হলে
    মোনাজাতে ভিজতো যে বুক সবার আখিঁ জলে।

    জানি তুমি সংগোপনে কাঁদছো একা-একা
    লাখো মুরিদ মুহিব্বিনের পাওনি বলে দেখা।

    বালাই হাওর শান্ত থাকো আসবো আমরা আবার
    আশায় আছি মহান ওলীর ফয়েজ টুকু পাবার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ