• আমার দেশ

    আল্লামা ওবায়দুল্লাহ হামজা পটিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত থেকে পূর্ণ মোহতামিম নির্বাচিত।

      প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ১২:০৪:৫১ প্রিন্ট সংস্করণ

    আল্লামা আব্দুল হালিম বোখারী রহঃ এর ইন্তেকালের দিন একুশে জুন দুই হাজার বাইশ ইংরেজি রাত দশটায় জানাজা’র পূর্বক্ষনে ঘোষিত হওয়া ভারপ্রাপ্ত মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজা হাফিঃ কে আজ সাত জুলাই ২০২২ এ শুরা’র অধিবেশনে সম্মানিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।

    এই ছাড়াও সংশ্লিষ্ট গ্রহনযোগ্য সূত্রে জানা গেছে যে আজকের অধিবেশনে আল্লামা আমিনুল হক সাহেব দাঃবাঃ কে সদরে মুহতামিম, সেই সাথে বিশিষ্ট আলিমে দ্বীন আল্লামা আবু তাহের নদভী হাফিঃ কে নায়েবে মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।

    এর আগে হাকিমুল ইসলাম আল্লামা আব্দুল হালিম বোখারী রহঃ এর ইন্তেকালে মহাপরিচালক এর পদশূন্য হলে জামেয়ার চিরাচরিত নিয়মানুযায়ী নায়েবে মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামজা হাফিঃ কে পরবর্তী শুরা’র অধিবেশন পর্যন্ত ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

    এবং এক জরুরি বৈঠকে আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব দাঃবাঃ কে শায়খুল হাদিস, মুফতি শামছুদ্দিন জিয়া হাফিঃ কে শায়খে ছানী’ হিসেবে মনোনীত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ