প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ১০:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ
এইচ.এম.আল আমিন-স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আলেমদেরকে সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনঘনিষ্ঠতা অর্জন করতে হবে। কেননা এগুলো নেতৃত্বের পূর্ব শর্ত। আজ ২১শে এপ্রিল -২৪ইং রোজ রবিবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত নবীন আলেম সংবর্ধনা’২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাদিসের উদ্ধৃতি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল; নিজে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন। একথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট ব্যক্ত করলে। তিনি রাসূল সা.-কে তার সামাজিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয় দেন। প্রধান অতিথি তার বক্তব্যে, জিহাদ সম্পর্কিত ভ্রান্ত ধারণার অসারতা প্রমাণ করেন এবং নির্বাচন ও গণতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ করেন। পরিশেষে নবীন আলেমদের কে ইসলামী আন্দোলনর সাথে সম্পৃক্ত থেকে এ দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানান।
লক্ষ্মীপুর শহরে অবস্থিত সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । লক্ষ্মীপুর দারুল উলূম কামিল (আলিয়া) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছর উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন। জেলা সেক্রেটারি মোঃ মাওলানা মহিউদ্দিন। মারকাযুন নুর, ঢাকা এর পরিচালক, মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়ার উপাধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লক্ষ্মীপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহিম। চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ এর মুহাদ্দিস হাফেজ মাওলানা ইব্রাহিম। হাজিরহাট মারকাযুল উলূম ক্বওমী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি হারুনুর রশিদ। ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান । এসময় বক্তারা তাদের বক্তব্যে নবীন আলেমদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং সব ধরনের সেবামূলক সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেন।
জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সংগ্রামী সভাপতি মোঃ রেদওয়ান হোসাইন । অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার আওতাধীন বিভিন্ন আলিয়া,কওমিয়া,ও অন্যান্য প্রতিষ্ঠানের নবীন আলেমদের কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি ইউনুস খাঁন। সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খাঁন ভাসানী ,প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মুরাদ, দাওয়াহ্ সম্পাদক মোঃ ইয়াছিন হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ তামজিদ হোসাইন , অর্থ ও কল্যাণ সম্পাদক জি-রেজাউল করিম , কওমী মাদরাসা সম্পাদক মানজুরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।