প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৪:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ
আর এসো না
কবি-শিহাব আহম্মেদ
মন খারাপের শহরে তুমি এসো না
পরিত্যক্ত নগরে আর ফিরে এসো না।
শরীরের বিষাক্ত গন্ধে তুমি পুড়বে,
প্রতিনিয়ত দগ্ধ হবে কথার আঘাতে।
বৃষ্টিস্নাত হেমন্তে তুমি কখনো এসো না
নিষ্ঠুর শহরে তুমি কখনো ফিরো না!
ভিতরের ভয়ার্ত চিৎকারে ভীত হবে,
চারিদিকের হিংস্রতা খাবলে খাবে।
এই অসহায় শহরে তুমি এসো না
আজকের এই শহরে ফিরে এসো না,
আমার আঘাত সহ্য করতে পারবেনা,
প্রতিনিয়ত আচরনে তুমি ক্ষত হবে।
ধুলোপড়া এই নোংরা শহরে এসো না
রক্তেভেঁজা এই শহরে ফিরে এসো না!
শকুনের চাহনিতে তুমি বিব্রত হবে,
শরীরে কী ভয়ঙ্কর নিষ্ঠুরতা চলবে!
এই স্বার্থপর শহরে কখনো এসো না
এই তেলবাজ শহরে ফিরে এসো না!
অনাহারের কষ্টের রাতে তুমি পুড়াবে,
জীবনের সব স্বপ্ন মাটিতে মিশবে।