• আইন ও আদালত

    আরএমপি ৫০০ পুলিশ সদস্য নিয়ে ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ১২:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ২৪শে মার্চ ২০২৪ বিকাল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্ ও আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইনস্ মোল্লপাড়ায় আরএমপি’র উদ্যোগে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনের পর বিভিন্ন পদমর্যাদার পাঁচশত পুলিশ সদস্য ১হাজার পেঁপে গাছের চারা রোপন কর্মসূচিতে অংশ নেন।

    এ সময় একই রকমের পোশাক পরিধান করে উৎসাহ উদ্দীপনা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ায় উৎসবের আমেজ তৈরি হয়। পেঁপের চারা রোপনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ