• আইন ও আদালত

    আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৪ , ৮:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ১৫ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ টায় আরএমপি’র উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

    এসময় পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ