মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮:৩০ ঘটিকায় প্যারেডের সালাম গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।
প্যারেড শেষে কমিশনার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অফিসারদের উত্তম পোষাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সদ্ভাব বজায় রাখার নির্দেশনা দেন।
কমিশনার মহোদয় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া, জনসাধারণের প্রতি পুলিশি সেবার মান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। প্যারেডটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় কমিশনার মহোদয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্যারেড পরিচালনা করেন জনাব মো: রুবেল হক, সহকারী পুলিশ কমিশনার (মতিহার)।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.