• আইন ও আদালত

    আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ১০:০৮:১৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ রবিবার সকাল ৮:০০ ঘটিকায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়। প্যারেডে সালাম গ্রহণ শেষে কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, নিয়মিত খেলাধুলা এবং সুশৃঙ্খল জীবন যাপনের নির্দেশ প্রদান করেন।

    এ ছাড়াও কমিশনার মহোদয় পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা নিশ্চিত করার জন্য ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।। মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খল হওয়ায় সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ প্রদান করেন। প্যারেড পরিচালনা করেন জনাব মো: মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) । মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ