• Uncategorized

    আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৭:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ২৬ ডিসেম্বর ২০২৪, সকাল ১১:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি’র সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।ননভেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের বর্তমান প্রেক্ষাপটসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগ থেকে প্রতিবেদন তুলে ধরা হয়। এছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে নানা কৌশল নির্ধারণ করা হয়।
    সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’ পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন। এছাড়াও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহী’র বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
    আরএমপি’র এই সভা সামগ্রিকভাবে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    আরও খবর

    গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ না ফেরার দেশে চলে গেলেন অগ্নিদগ্ধ দিলালা বেগম

    বাঁশখালীর মানুষ বাঁচতে চাই সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি চাই

    সফল জননী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে সম্মাননা পেলেন পৌর কাউন্সিলর রহিমা কবির।

    খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম নূরুল ইসলাম দাদুভাইয়ের আত্মার মাগফিরাত কামনা 

    বিশ্বনাথে ড. মন্জুশ্রী একাডেমি কর্তৃক নজরুল জয়ন্তী উপলক্ষ্যে সাহিত্য আসর ‘রচবিতা’র প্রকাশনা অনুষ্ঠান

    পটুয়াখালীতে মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেনার স্বামী বাচ্চু তালুকদারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক  নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ।

                       

    জনপ্রিয় সংবাদ