প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ৯:০৫:২৮ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
আজ ৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এর প্রস্তুতি এবং বাস্তবায়নের উপর ডি-ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়। ডি-ব্রিফিং-এ নির্বাচনকালীন ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করায় পুলিশ কমিশনার মহোদয় নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত আরএমপি সহ সকল সদস্যদের ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অফিসার ইনচার্জবৃন্দ।