• সাহিত্যে

    ‘আমার খোকা’ কলমে: প্রণব মন্ডল

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১ , ১:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ

    কবিতা: আমার খোকা
    কলমে: প্রণব মন্ডল

    আষাঢ়ের মন বর্ষার ভূমি শান্ত
    শ্রাবণের এক ফরসা আলো নিয়ে,
    এসেছে আমার সুকান্ত
    কচি দুটি হাত নেড়ে কহিত;
    মোরে ডেকে মা- মা
    এমনি করে দুদিন পরে,
    এই ভূমি পরে রেখে ছিলো
    দুটি চরণ হাঁটি হাঁটি পা- পা;
    পাঁচটি বছর পরে
    হয় নিকো স্বর বর্ন শেখা,
    আমার খোকা লেখে তবু কবিতা
    কলকাতার কালি ঘাটে,
    পেয়েছি আমার ছোট্র খোকাটাকে
    ২২ বছর পর হারায়ে তাকে,
    খুঁজি মাঠে ঘাটে
    তরুণ লেখক ভাই,
    তোমরা হয়ো না ক্লান্ত
    তোমাদের মাঝে বেঁচে থাকবে,
    আমার খোকা সুকান্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ