প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৩:১৭:৩৩ প্রিন্ট সংস্করণ
মেহেদী মাসুদ,পাবনা:
আমাদের সুজানগর সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আমাদের সুজানগর এর আয়োজন,পাবনার সুজানগর উপজেলার কামাল পুর উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের সুজানগর সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,পাবনা – ২ আসনে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আমাদের সুজানগরের উপদেষ্টা মণ্ডলী সদস্য,কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান,
সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত।এ সময় সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক সহ কবি, কথাশিল্পী এবং কথাসাহিত্যিক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন, আমাদের সুজানগর এর সাধারণ সম্পাদক আলতাব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক
“আমাদের সুজানগর” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।