• Uncategorized

    আমরা বিক্রমপুরের পোলাপাইন- এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৫:২৩:১১ প্রিন্ট সংস্করণ

    “তুমি ব্যর্থ , তোমার অর্থ যদি মানব কল্যাণে না আসে”এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে জেলায় গড়ে ওঠা সামাজিক সংগঠন- আমরা বিক্রমপুরের পোলাপাইন- এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ ।

    মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। অসহায়কে, সহায়তা ও মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকেই আমরা বিক্রমপুরের পোলাপাইন সামাজিক সংগঠন ও

    ফেসবুক গ্রুপের এর মাধ্যমে একটি কমিটি করে , প্রধান উদ্যোক্তা ও সংগঠনের সভাপতি রাজু আহমেদ আহবানে  একঝাঁক তরুন তরুণীর সহযোগিতায়  অর্থ সংগ্রহ করা হয়, দেশে এবং দেশের বাহিরে অনেক প্রবাসী ভাই বোনেরা অসহায় কে সাহায্য করার জন্য অর্থ নিয়ে এগিয়ে আসে। পরবর্তীতে এই অর্থ দিয়েই কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে যা কিনা মুন্সীগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলবে।।

    সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী দুপুরে  শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নে আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাজু আহমেদ এর সভাপতিত্বে  কম্বল বিতরণ করা হয়।আখি খান এর সঞ্চালনায়

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আশরাফুল (প্রভাষক) মালখানগর স্কুল এন্ড কলেজ,  ,দেলোয়ার, নাজমুল,তাহসান মাহমুদ, সাকিল,জুয়েল রেজা, মেহেদী আহমেদ উজ্জ্বল, সাগর,  ও এলাকার গন্যমান্য ব্যাক্তি

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ