আমতলী আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে সংর্ঘষ, আহত- ১৫ উপজেলা পরিষদের সমন্বয় সভা পন্ড।সংবাদ সংগ্রহে ছিলেন সাইফুল্লাহ নাসির,ব্যুরো প্রধান,বরিশালঃ বরগুনার আমতলীতে আওমীলীগের দু’পক্ষের মধ্যে সংর্ঘষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা পন্ড। আহত ১৫ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গতকাল (১ মার্চ) সকাল ১০ টায় আমতলী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার ধার্য দিন ছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের আহূত সমন্বয় সভায় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ যথা সময়ে উপস্থিত হলে গোলাম সরোয়ার ফোরকান বেশকিছু মোটর বহর সহকারে পরিষদ চত্ত¡রে উপস্থিত হন। এ সময়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও ইউপি চেয়ারম্যানরা তাদের সমর্থক নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। উভয় পক্ষের ১০টি মোটর সাইকেল ভাংচুর ও ১৫ জন আহত হয়। উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০১৯ সালে ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রতিদ্বদ্বী অপর প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। গত ১৮ ফেব্রয়ারী ২০২১ ট্রাইব্যুনাল এক আদেশে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে আমতলী উপজেলার পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেন এবং ১৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশের নির্দেশ প্রদান করেছেন। জনাব ফোরকান উক্ত রায়ের বিরুদ্ধে বরগুনা জেলা দায়রা জজ আদালতে আবেদন করলে ২৮ ফেব্রয়ারী ২০২১ তিন মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। গতকাল (১ মার্চ) উক্ত মাসিক সমন্বয় সভা আহবান করেন। ইউপি চেয়ারম্যান গ্রুপ সভা স্থলে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, কোরাম সংকটের কারনে অনেক দিন যাবৎ সমন্বয় সভা হচ্ছে না। গত ১৮ তারিখ এ সভাটি অনুষ্ঠানের কথা ছিল। সংর্ঘষের কারনে আজ সভা পন্ড হয়ে গেছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, আমতলী শান্তপ্রিয় জননেত্রী শেখ হাসিনার এলাকা। এখানে ফোরকানের ভাই পটুয়াখালী জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে ছাত্রদল, যুবদলের ক্যাডার বাহিনী আমতলীতে এসে এ তান্ডব চালিয়েছে। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইট নিক্ষেপ, পৌরসভার গাড়ী ভাংচুর ও আমার ৬জন কর্মীকে আহত করেছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মুঠোফোনে বলেন, আমি কোন সভা ডাকিনি। আমাকে অহেতুক হয়রানী করার উদ্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম তারেক রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পৌর শহরে বিভিন্ন পয়েন্টে ডিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.