প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ৩:২৭:২১ প্রিন্ট সংস্করণ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃস্বত্তা নারী নিহত, আহত-৪
মঙ্গলবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্টের কাছে একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অন্তঃস্বত্তা রেহেনা বেগম (৩৫) নিহত এবং শিশুসহ ৪ জন আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের রাজমিস্ত্রি আফজাল হোসেন বেপারীর স্ত্রী অন্তঃস্বত্তা রেহেনা বেগম তার শিশু কন্যা ও কয়েকজন আত্মিয়স্বজন নিয়ে মেহেলী ক্ল্যাশিক গাড়ীতে (ঢাকা মেট্রো ব- ১১-০১০৮) পটুয়াখালী বেড়াতে যাওয়ার পথে সকাল ১১ টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্ট্যান্ডের কাছে গলাচিপা থেকে আসা নিশাত পরিবহণ ক্ল্যাসিক গাড়ীকে ধাক্কা দেয়। এতে মেহেলী গাড়ীর ইঞ্জিন বক্সে বসে থাকা যাত্রী রেহেনা বেগমসহ কয়েকজন যাত্রী গাড়ী থেকে সড়কে ছিটকে পড়ে যায় এবং ঐ গাড়ীর চাকায় রেহেনা বেগম পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে রেহেনা বেগম নিহত হয় এবং তার শিশু কন্যা রিয়ামনি(৫), চাচী শ্বাশুড়ী পিয়ারা বেগম (৬০) নাতনি খাদিজা আক্তার (৫)ও অপর যাত্রী নুরজাহান (৪০) গুরুতর আহত হয়। নিহতের স্বামী আবজাল জানায় তার স্ত্রী ৪ মাসের অন্তঃস্বত্তা ছিল । গুরুতর আহত রিয়ামনি, খাদিজা, নুরজাহান ও পিয়ারা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ মেহেলী ক্ল্যাসিক গাড়ী আটক এবং নিহকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই চালক ও হেল্পার এবং নিশাত পরিবহণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের
মরদেহ উদ্ধার করেছি এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে।