প্রতিনিধি ১৫ মে ২০২২ , ৪:১১:২৮ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালীঃ
পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৫/০৫/২০২২ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৮:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আতমলী থানাধীন গুলিশাখালী এলাকায় (জিআর নং-১০৬/২১) এর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, কাজী সাহাবুদ্দিন আহমেদ এর নেতৃত্বে আনুমানিক ১০:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ হাবিনুর গাজী(৩৮), পিতা-মোঃ সেকান্দার গাজী, সাং-গোজখালী, ০৮নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, বরগুনা জেলার আতমলী থানার (জিআর নং-১০৬/২১) এর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আতমলী থানায় (জিআর নং-১০৬/২১) মূলে হস্তান্তর করা হয়।এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো শহীদুল ইসলাম বলেন প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।