প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:০০:৪৭ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
আজ ২১ফেব্রুয়ারী বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বরিশাল জেলার হিজলা উপজেলার, ৫নং হিজলা গৌরব্দী ইউনিয়নের, আবদা হাফিজিয়া কেরাতুল কোরআন কওমী মাদ্রাসার জামাতে ফার্সিখানা (৫ম শ্রেনী) এর ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খাঁন সাহেব ৷
মাওলানা সালাহ উদ্দিন খাঁন বলেন, এই দেশ ও জাতির জন্য, দেশের স্বাধীনতার জন্য, মাতৃভাষার জন্য , দেশের বিজয়ের জন্য, যারা এদেশে জীবন দিল, তাদের রুহের মাগফিরাতের জন্য সবচেয়ে বড় ভুমিকা এদেশের কওমী মাদ্রাসাগুলিই করে থাকে ৷ তিনি আরও বলেন ৷ যারা কবরে শুয়ে আছে তারা যদি আসার সুযোগ পেত? তাহলে এদেশের সরকার প্রধানকে বলতো, আমরা দেশের জন্য জিবন দিলাম, আমাদের জন্য এদেশের স্কুল কলেজ ভার্সিটির লোকেরা কিছুই করতে পারেনা, যা করে এদেশের কওমী মাদ্রাসা গুলিই করে ৷
এতে আরও উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা আবুবকর ছিদ্দিক হামিদী, মুফতী হাবিবুল্লাহ, জনাব আলম শরিফ সিকদার, মাকসুদ শেখ, জনাব আবুল হোসেন কাজি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকগন । অনুষ্ঠানে সভাপতি করেন, জনাব সালাহ উদ্দিন কাজী ৷আরগুজারে, মাওলানা আবদুল্লাহ আল মামুন।মোহতামিম আবদা হাফিজিয়া কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা।অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেশ প্রদান করা হয় ৷