• Uncategorized

    আন্দুল বাড়ীয়ায় টেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ৪:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিম

    ১৪ জুলাই সকাল ৬ ঘটিকায়  চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়াতে আন্দুলবাড়ীয়া চাঁনপুর  রেলক্রসিং পূর্বপাশে নুড়িতলা নাম রেললাইনের উপরে রেলেকাটা পড়া এক যুবকের লাশ দেখতে পাই স্থানীয় কৃষকরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আন্দুলবাড়ীয়ায় শাহাপুর কাম্প ইনচার্জ মোঃ সোলাইমান ও এএস আই মোঃ হাবিব।

    ইনচার্জ সোলাইমান জানান এখনও পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি রেল পুলিশের জি আর পিতে খবর দেওয়া হয়েছে অতিদ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে । খবরটি এলাকায় ছড়িয়ে  পড়লে অত্র এলাকার উৎসুক জনতা লাশ দেখতে ভিড় জমায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ