প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৩:৩২:১৪ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন এর কচ্চাডাঙ্গা গ্রামের জোল পাড়ার মোঃ আব্দুল গফুর(২৭) নামে এ যুবকে পিটিয়ে আহত করা হয়েছে। আন্দুলবাড়ীয়া বাজারে চিকিৎসা নিতে আসলে জানা যায় আন্দুলবাড়ীয়া জোল পাড়ার মোঃ জয়নালের বড় ছেলে মোঃ আব্দুর গফুর ১৩ জুলাই বিকাল ৬:৩০ মিনিটের সময় জোল পাড়া মসজিদের সামনে বসে ছিলেন
এসময় একই এলাকার মোঃ তরিকুল(২৭) পিতা মোঃ শুকুর আলি, মোঃ জিয়া(২৮) পিতা কলা ব্যবসায়ী মোঃ জামাল, মোঃ বিপুল(৩০) পিতা মৃত মোঃ বাক্কা ও জিয়ার চাচা মোঃ খালেক(৪৫) পিতা মৃত গহর আলি মসজিদের সামনে থেকে আব্দুল গফুর কে উঠে যেতে বললে তরিকুল ও জিয়ার সাথে কথা-কাটাকাটির এক পর্যায় তরিকুল, জিয়া, বিপুল ও জিয়ার চাচা মিলে আব্দুল গফুর কে পিটিয়ে আহত করেন।
এসময় আব্দুল গফুরের পরিবার খবর পেয়ে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।