• সাহিত্যে

    “আধখানা জীবন” কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ১:৫৫:২১ প্রিন্ট সংস্করণ

    আধখানা জীবন
    কলমে-কণা মির্জা

    শুনেছি সাধকের কপালে গোল তিলক পড়া হয়
    চাঁদকে দেহ মধ্যে আনতে,
    সমুদ্রে জোয়ার আসে চাঁদের আকর্ষণে
    আমাদের দেহের ভাজে আছে চন্দ্রনারী।
    চাঁদ ও তার আলোর খেলা জীবনে অদ্ভুত সম্পর্ক
    তোমার বুকের অরণ্যে-
    সুগন্ধি চন্দন যেন ওষ্ঠ-অধরে
    মোহের বন্যায় যাই ভেসে,
    কানের কাছে ঝিরিঝিরি ধ্বনিতে
    বাতাসে স্পর্শ পাই আদরের ছোঁয়াতে।
    চাঁদের গায়ে চাঁদ ছুয়ে যায়-
    একদিন আমি তুমি শুদ্ধ হবো,
    চন্দ্র রাতের স্নিগ্ধতায়
    চাঁদে ভাসে আমার সকল দুঃখ বেদনা।
    একাকিত্ব আর নিঃসঙ্গতায় আধখানা মনে
    আধখানা পৃথিবী, আধখানা জীবনে,
    আধখানা প্রেমে, কি হবে জাল টেনে!
    হোক না হৃদয় তৃপ্ত কোন বাহুতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ