প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ১:২২:৩৮ প্রিন্ট সংস্করণ
আত্নচিৎকার
কবি-শিহাব আহম্মেদ
একটি সাদা গোলাবের আত্নচিৎকার
পাপড়ি ভেজা দু’চোখে বোবা কান্নার
হারিয়ে ফেলেছে বলে সে তার রং
দু’নয়নে অশ্রুঝরা বিরহী তার মন!!
হারিয়ে গেছে রং,নিজের অজান্তে
রঙিন স্বপ্ন গুলো দূর দিগন্তে,
ডুবুডুবু সূর্যাস্তের মাঝে,দেখা মিলে তাঁর
ফিরে পেতে হারানো সেই লাল রং আবার
একটি সাদা গোলাবের আত্নচিৎকার!!
গোলাব হয়তো তুমি, কাঁটা দিয়ে উপহার
আঘাতের পরে আঘাতে হৃদয় ভাঙিলে যার,
একটি কুসুম তুমি হাজার ও পাতার
গোলাব নয়তো তুমিই, রঙ গুলো শুধুই তাঁর,
একটি সাদা গোলাবের আত্নচিৎকার!!
এই বুকে অভিমান যত জমা
জীবন চলার পথে, দেখা যদি হয়
সেদিন ও তোমায় তবু করিব ক্ষমা,
হয়তো বা গোলাব কবু রঙিন হবে না!!