কবিতাঃ আত্নক্ষরণ
কবি-শিহাব আহম্মেদ
তোমার ঐ হৃদয়ের ভাঁজে ভাঁজে
যত্ন করে সখী আমায় রেখে দিও,
তোমার ঐ ভাবনার ধ্যানের মাঝে
ভালোবেসে সখী আমায় ঠাঁই দিও
তোমার ঐএলোমেলো খোলা চুলে।
একবার সখী আমায় বেঁধে নিও
হারিয়ে গিয়েছি বলে জনম জনম
ধরে গো যেনো ছায়া হয়ে পাশে রই।
এ জীবনে পরজনমে তোমাকে চাই,
কোনো কারন ছাড়াই তোমাকে চাই।
মুগ্ধ করার জন্য আরেকবার যে চাই,
বকবক করার জন্য আরেকবার চাই।
জ্বালা দেওয়ার জন্য আরেকবার চাই,
ভুল ধরিয়ে দিতে ওগো তোমাকে চাই।
চোখের চাহনি বুঝার জন্য তোমায় চাই,
একসাথে চলার জন্য আরেকবার চাই।
হাশরের ময়দানে ওগো তোমাকে চাই,
বিশ্বাস আর আস্থার জন্য তোমাকে চাই।
তোমাকে ভালোবাসতে আরেকবার চাই,
সুখ দুঃখ ভাগ করতে যে তোমাকে চাই।
আমার অস্তিত্ব জুড়ে শুধুই তোমাকে চাই,
জনম ভরিয়া দেখবার জন্য তোমাকে চাই।
আপন করিবার জন্য যে আরেকবার চাই,
আপন হওয়ার জন্য ওগো তোমাকে চাই।
প্রতি সেকেন্ডে মিনিটে আরেকবার চাই,
নিশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত তোমাকে চাই।
তোমার ভুল ভাঙ্গাতে যে আরেকবার চাই,
স্রষ্টার সান্নিধ্যে শুধুই ওগো তোমাকে চাই।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.