প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ১:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ
আজ ৪ দিনের সফরে মতলব উত্তর ও দক্ষিনে আসছেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ৷ ৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিটে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করবেন তিনি ৷
১১টা ৩০ মিনিটে ষাটনল ইউনিয়নের কালীপুর বাজারে গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২য় তলা বিশিষ্ট (৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট) গ্রামীন বাজার কাজের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।
দুপুর ২ টায় সাদুল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান এর বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় আগামী কাল ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১১টা ৩০ মিনিটে মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী প্রধানের কুলখানি ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ। বিকাল সন্ধা সাড়ে ৬টায় মতলব দক্ষিন উপজেলায় আল আমিন ক্রীড়া চক্রের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। ৬ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৯ টায় মতলব দক্ষিন উপজেলায় বঙ্গবন্ধু মিনি ম্যারাথন উদ্ধোধন। ১১ টায় মতলব দক্ষিন উপজেলায় দুস্থ্য অসহায়দের মাঝে ভিজিডি কার্ড বিতরন বিকাল ৩টায় মতলব দক্ষিন উপজেলায় মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময়। এবং ৭ ফেব্রুয়ারী রবিবার) মতলব উত্তর উপজেলা পরিষদ অফিসে নেতাকর্মী ও জনসাধারণের সাথে মত বিনিময় সভা করবেন বলে আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপির ব্যক্তিগত রাজনৈতিক সহকারী সচিব এডভোকেট লিয়াকত আলী সুমন জানান ৷