ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আজ পহেলা ফাল্গুন ১৪২৮ঋতুরাজ বসন্তের আগমন। বসন্তের চারদিক ফুল ফোটে নদীর পাড়ে কাশবনে ফুল ফোটে প্রকৃতি তার নিজের রূপের সৌন্দর্য সাজতে থাকে। পাখিদের কল কাকলিতে ভরে ওঠে চারিদিক।মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। আম গাছে জাম গাছে লিচু গাছে চারদিকে ফুলে ফুলে যায়। তাই মানুষের মনে মনে আনন্দের সৃষ্টি হয় আননদের সৃষ্টি হয়। একই সাথে আজ পালিত হচ্ছে বিশ্ব ভেলেনটাইচ ডে ভালোবাসা দিবস। কিন্তু এটি কোন ভালোবাসা দিবস নয় এটা মুসলমানদের পালন করা উচিত নয়। কারন ২৬৯ সালে রোম রাজ্জে ভেলেনটাইচ নামে একজন খৃষ্টান ধর্ম যাজক চিকিৎসক ছিলেন তার ধর্ম প্রচার করতে সে বন্দি হয়ে যায় তার সরনে একজন ব্যাক্তি ১৪ ফেব্রুয়ারি ভেলনটাইচ ডে পালন করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.