আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা। এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এতে বেকার হয়ে পড়বেন দুই লাখের বেশি জেলে। যে কারণে তাদের অভাব-অনটন আর অনিশ্চয়তার মুখে পড়তে হবে। তবে নিষেধাজ্ঞার সময়ে জেলে পুর্নবাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
সেই চাল নির্ধারিত সময়ে বিতরণের দাবি জেলেদের। বরিশাল এবং পটুয়াখালীর বিভিন্ন মাছ ঘাট ও জেলেপল্লী ঘুরে দেখা গেছে, ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকবে তাই ঘাটে ভেড়ানো হচ্ছে নৌকা-ট্রলার। কেউ কেউ আবার শেষবারের মতো মাছ ধরতে নদীতে যাচ্ছেন। তবে তাদের ফিরতে হবে আজ রাত ১২টার আগেই। কেউ কেউ আবার আগে থেকেই জাল, নৌকাসহ মাছ ধরার সব উপকরণ তুলে এনেছেন ঘাটে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.