• Uncategorized

    আগামী নওগাঁ পৌর নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী- ফেরদৌস আলী 

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৯:০১:৫৮ প্রিন্ট সংস্করণ

    নিজেস্ব প্রতিবেদক:

    তরুণ সমাজ সেবক, অসহায় মানুষের আপনজন, উদীয়মান সফল সংগঠক, সৎ, পরিশ্রমী, মেধাবী ও জনগণের বন্ধু ফেরদৌস আলী আগামী নওগাঁ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড হতে কাউন্সিলর নির্বাচন করতে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।

    উল্লেখ যে ইতোমধ্যে তিনি সমাজে সকল শ্রেণি পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। ২নং ওয়ার্ড’র দয়ালের মোড়ের চায়ের দোকানদার নয়নের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন, ফেরদৌস  পরোপকারী, বিপদের বন্ধু এমন মানুষ কে আমরা ভোট দিয়ে বিজয়ী করতে চাই।

    এছাড়াও তিনি চকবাড়িয়া, চকএনায়েত, চকমুক্তার, বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় বিধবাভাতা, বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ ও মাদরাসায় বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন তিনি। এলাকার তরুণ যুবকসহ সকল শ্রেণি পেশার মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন তিনি। সকলে ফেরদৌস আলী’র কল্যাণ কামনা করে আগামী দিনে এমন প্রতিনিধি নির্বাচন করতে চায় ২নং ওয়ার্ডবাসী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ