প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ৪:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ
নুর হোসেন-রংপুর প্রতিনিধিঃ
আগামী২৮এপ্রিলের পর থেকে দেশে আর লকডাউন থাকছে না স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে চালুহবে গণপরিবহন সীমিত পরিসরে খুলবে সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান।শুক্রবার (২৩ এপ্রিল )বিকালে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরাজ হোসেন জাগো নিউজকে বলেন আগামী ২৮এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে কিন্তু নো মাস্ক নো সারভিস এটা শত ভাগ বাস্তবায়ন করা হবে ।
মানুষ মাস্ক পরবে শারিরীক দূরত্ব মেইন টেইন করবে।
কঠোরভাবে স্বস্থবিধি মানলেই আমরা জীবনে জীবিকা দুটোই চলাতে পারবো।
★ বিধিনিষেধের মধ্যেই দোকান পাঠ ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০ থেকে বিকাল ৫ পযন্ত দোকান পাঠ ও শপিংমল খোলাথাকবে তবে সাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে পারেন
আগামী ২৫ এপ্রিল থেকে সিদ্ধান্ত কাজকর হবে শুক্রবার মন্ত্রী পরিষদের বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা করেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে বিষয় দিকে সংশিষ্ঠথাকবেন বাজার ব্যবস্থাপনা কমিটি যথাযথ পালন করবে