প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৫:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ
এই পৃথিবীর সব মানুষই আল্লাহর বান্দা। আর আল্লাহ বান্দার রিযিকদাতা ও পালনকর্তা। তাই আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। ভালো কর্ম ও মানুষকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম, তাই দুনিয়ার কোন মোহে নয় একমাত্র খোদা প্রাপ্তির জন্য মানুষকে নি:স্বার্থ ভাবে ভালোবাসতে হবে। তিনি আরো বলেন, আখিরাতে ভালো থাকতে হলে দুনিয়ায় ভালো কাজ করতে হয়। এক্ষেত্রে মরহুম আলহাজ্জ আপ্তাব আলী ও মরহুম আলহাজ্জ মনির উদ্দিন উজ্জ্বল উপমা স্থাপন করে গেছেন। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করে যেভাবে মানুষের উপকার করেছেন, আখিরাতেও তারা উপকৃত হচ্ছেন। আমরাও যেন আখিরাতের জন্য দুনিয়ায় কিছু করে যেতে পারি সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা আয়োজিত মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ আপ্তাব আলী ও অন্যতম প্রতিষ্ঠাতা এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্জ মনির উদ্দিন স্মরণে আলোচনা সভা ও মীলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো: ছমর উদ্দিন মানিক’র সভাপতিত্বে ও সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ-এর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মো: আব্দুল মুছাব্বির। তিনি তার বক্তব্যে পবিত্র কুরআনের উদ্বৃতি দিয়ে বলেন, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। তাই সমাজ উন্নয়নে মানুষের অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদীয়া দাখিল মাদরাসা টিভি গেইটের সুপার মাওলানা সৈয়দ মো: কুতবুল আলম, চান্দুশাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, বাংলাদেশ বেতারের সাবেক সিলেট আঞ্চলিক পরিচালক আমিনুল ইসলাম মাসুক, চান্দুশাহ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রকিব।
মাহফিলে উপস্থিত ছিলেন, চান্দুশাহ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলাম মাখন, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, টুলটিকর ইউপি সদস্য হাবিবুর রহমান ফয়সল, মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাস্টার শাহ জুনেদ আহমদ, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, মাস্টার ইমরান আহমদ, আ্যাড. মাহিন আহমদ চৌধুরী, কল্যাণপুর ক্লাব এর উপদেষ্টা সাজ্জাদুর রহমান, সাহেদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ জাবের ও মান্নান মিয়া প্রমূখ।