প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ১১:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ
মো:শাহজালাল রানাঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৮ম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার ৫ নভেম্বর মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারতের সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা তৌহিদুল আনোয়ার,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: শাহবুদ্দিন সর্দার,আবদুর রহিম, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,আওয়ামী লীগ নেতা মো: ফারুক, এস.এম.জামিল সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।