প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৪:৫০:১৬ প্রিন্ট সংস্করণ
অসুস্থ্য শকুন উদ্ধার করল হাতীবান্ধায় শকুনের চিকিৎসার দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি শকুন উদ্ধার করেছেন। উদ্ধারের সময় শকুন টি অসুস্থ ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।
উদ্ধারকারী সোহাগ রানা নামের এক যুবক গণমাধ্যমকে জানান, প্রতিবেশির বাড়ির উঠানে শকুনটি দেখতে পান তিনি। এ সময় শকুনটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি উড়তে পারছিলো না। সেখানে থাকা লোকজন মিলে অসুস্থ্য শকুনটিকে ধরে ফেলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়।
এ বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘শকুনটির অসুস্থতার কথা শুনেছি। অসুস্থ্য হলে উপজেলা ভেটেনারি সার্জনকে চিকিৎসা দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন।চিকিৎসার পর সুস্থ হলে বনবিভাগ শকুনটিকে ছেড়ে দিবেন ।