প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:১০:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:
আজকে সকলে রাস্তা ফাকা থাকায় গাড়ি চলাচল ছিলো কম। তাই মানুষ জন ওভারব্রীজ ছেরে রাস্তা পার হচ্ছিলো। হঠাৎই এক মধ্য বয়সের পথচারী উল্টো দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলো।এমন সময় একটি চলন্ত দ্রতগামী ট্রাক অপরদিক থেকে দেখতে দেখতে আলতো ধাক্কা মারে লোকিট চিৎকার দিয়ে পরে যায়। সাথে সাথেই ট্রাক ড্রাইভার গাড়ি থিমিয়ে দিয়েছেন।পরে লোকজন এসে দেখতে পায় সামান্য আহত হয়েছে।
তখন ট্রাকড্রাইভার আহত ব্যক্তিকে চিকিৎসা করতে পাঠান। সে সুন্দর একটি কথা বলেছেন ট্রাকড্রাইভার বলেন একটু খানি অসতর্কতা বয়ে আন্তেপারে সারাজীবনের কান্না।যদি এখন আমি আগে থেকেই না দেখতাম।আর প্রতিদিনের মত গাড়ি চলাচল থাকতো তাহলে আজকের এই সময়টাই হইতো তার জীবনের শেষ সময়।সরকার প্রতিটা বড় রাস্তার মুড়ে মুড়ে ফ্লাইওভার দিয়েছেন কিন্তু আমরা একটু সময় বাচানোর জন্যে কতটা ভুল করি আমরা ভুলে যাই সময় এরচে জীবনের মুল্য বেশি।