একটি অলৌকিক কল্পনা
কলমে:নিশাদ রত্না
প্রতি মাঝরাতে একটি আত্মা
আসমান থেকে নেমে আসে
মায়াময় পৃথিবীর বুকে।
ভর করে কোন এক শরীরি আত্মায় -
অলৌকতায় পুষ্ট হয় সে শরীর,
হয়ে উঠে ঈশ্বর!
সৃষ্টি করে এক অশরীরি আত্মা পরীকে,
হাত ধরে নিয়ে যায় তার স্বপ্নের পৃথিবী
ময়ূরাক্ষীর তীরে।
ময়ূরাক্ষীর তীর ঘেষে হেটে চলে প্রেমিক যুগল
খেলা করে অবিরাম,
অধরা স্বপ্নরা ছুটোছুটি করে তীরময়!
কখনো পানকৌড়ি হয়ে ডুবসাঁতার খেলে
ময়ুরাক্ষীর মিঠাজলে,
কখনো আলো আঁধারীর বুক চিড়ে ঝরে পড়া জোৎস্নায়
কাঁধে কাঁধ রেখে করে জোৎস্না স্নান।
ময়ূরাক্ষীর শীতল বাতাসে একসময় ঘুমিয়ে পরে ঈশ্বর।
সূর্যোদয়ের সাথে ঘুম ভাঙে তার,
প্রখর রৌদ্র আর শব্দের মিছিলে
হারিয়ে যায় তার ঈশ্বরের অবগুন্ঠন।
সকল অলৌকিকতা মুছে গিয়ে সে হয়ে ওঠে
অতি সাধারন এক শরীরি আত্মা,সুরঞ্জন!
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.